বাঁধিব বাঁধিব সকল জনে শুভ রাখীর বন্ধনে।
কাছেতে আসিব ভালোতো বাসিব
হিংসা ঘৃণা সকলি নাশিব
মনেতে মন জড়াব আজি
চর্চিত চিৎ চন্দনে।।
আনিব আনিব সবার ভালো
জ্বালিবো জ্বালিবো প্রেমের আলো
ভরাব সবার হৃদয় আজি
প্রেম গীতি বন্ধনে।।
কাটিবে কাটিবে মনের আঁধার
আনন্দে ভরিবে মন সবাকার
সবারে আপন করিব আজি
হৃদয় সুধা মন্থনে।।
Tags:
বাংলা গান
